জীবনযাপন

  

অন্ধকারে হাতড়াই

তোমার স্তনের উপর

ওষ্ঠ ছুঁয়ে শুয়ে আছি

 

অনেক যুদ্ধের পর

এই নির্জনতা ভালো লাগে

নিরিবিলি আস্তানায়

পদ্মের পাপড়ির মতো

জঞ্জালের উপর শুয়ে থাকা

 

তোমার শরীরে ঐশ্বর্য্যগুলি

সুঠামতা, কোমল পালকের মতো

যৌনাঙ্গের কেশগুলি

ত্বকের অনির্বচনীয় মসৃণতায়

নিশ্চিন্ত হয়ে রাখা যেত মন

 

অন্ধকারে হাতড়াই জীবন

অনেক ভঙ্গুর পথে

কাদা মেখে হেঁটে গেছি

রূপনারায়ণের তীর থেকে

তিস্তার দিকে

কৌমার্য্যের পথে আধ্যাত্মিকতায়

একাকী জনপদের

নির্জন মানুষদের সাথে

কেটে গেছে কতদিন

জীবনের মানে খুঁজে

 

ঈশ্বরের খোঁজ

বা মানুষের যন্ত্রনা বয়ে

সাম্যের লড়াইয়ে

জীবন ব্যাপী জ্ঞানার্জন

মোহহীন মোক্ষের পথে

 

তবু এতটুকু শান্ত হল না ব্যাথা

তোমার নগ্ন শরীরের উপর শুয়ে

তোমার ভালোবাসার বাহু বন্ধনে

শরীরী আবেশে

মানবিক শ্রেষ্ঠ শ্রান্তিতে

এই নিরাপত্তা আর অমোঘ আনন্দ

কাউকে বুঝিয়ে বা নিজে বুঝে

পাইনি কিছুতে

 

তোমার শরীর যেভাবে গ্রহণ করেছে

আমার অংশ তোমার ভেতরে, গভীরে

এইভাবে মন ও শরীরের সবটুকু দিয়ে

কোনোদিন কোনো

পার্থিব কিংবা অপার্থিব

নিশ্চয়তা ছিল না, এবং আনন্দ

মোক্ষেরও বেশি

 

আমার নির্জনতায়

তোমাকে ঢুকিয়ে নিয়ে

জীবনযাপন

এর থেকে বেশি কোনোকিছু

কোনোদিন ছিল না আপন

Comments