জঞ্জাল
অনেক সময় হয়েছে পাড়
এখন এখানে দাঁড়িয়েছি বহু কষ্টে
অনেক ভিড়ে
অনেক অনাচারে
অনেক যন্ত্রনায়
ছিঁড়ে ছিঁড়ে ক্ষয়ে যাওয়া মন
মনুষত্ব দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষন
নোংরা মেখে সারা গায়
নির্লজ্জ্ব বেহায়া সমাজ
নগ্নতা ছেড়েছে পোশাক
তবু বিশ্বাসী না হলে
দাঁড়ানো কঠিন এই জঞ্জালে
Comments
Post a Comment