বন্দি

 

সারাদিন নেই নেই ভাবটা

মনে বসে থাকে

প্রয়োজনে অপ্রয়োজনে নাই

মনের এক সমান্তরাল জ্বালা

খিদের মতো তাড়নার খাই

 

জানালার পাল্লায় এসে ভোরের

একটুকরো রোদ্দুর লাগে

অনেক গুলো বাড়ির ছাদের কানা দিয়ে

জায়গা করে নেয়

ঘন্টা খানেক আলো দেয়

বাতাসেরাও আসে সেই পথ দিয়ে

ধাক্কা খেতে খেতে

আকাশ আর ঘাস

এ অঞ্চলে নেই

 

অবাক এক শান্তির কারনে

বুকে ব্যাথা হয়

যা কিছু নেই, যা ছিল না কোনোদিন

তার জন্য লাগে ভয়

 

এখানে কাটিয়ে যাওয়া

শুধু খিদে নিয়ে পেটে

সত্ত্বার গুটিয়ে যাওয়া

মধ্যবিত্তের বেশে

 

দেহ জুড়ে এই খিদে

মনের বিকাশের অন্তরায় হয়ে

হাহাকার রয়ে যায়

আজীবন কাল

আকাশে মেঘেরা ধায়

বিদ্যুৎ চমকায়

অতৃপ্ত হৃদয়ের খেই

চারিদিকে চেয়ে দেখি

কেউ নেই কেউ নেই

 

আছে শুধু শেষ বিকেলের

এক পাখি

জানালায় বসে থাকে

কিছুক্ষন

তারপর উড়ে যায়

আমি সংসারে থাকি

Comments