কাচঘর
কাচঘরে বসে বসে
বেলা অবেলায়
পড়ে পাওয়া ঘন্টাধনি শুনি
নাবালক প্রতিশ্রুতি
যারা যারা দিয়েছিল
আলোর সামনে গিয়ে
প্রত্যেকে দাঁড়ায়
কাচঘরে হাওয়া আসে
রোমকূপ শিহরিত হয়
অন্ধকারে ঢিল ছুঁড়ে
আক্রমণ শোনা যায়
কাচের শব্দে
সকলেই কাছে আছে
খুব কাছে সমাজ জীবন
কাচ ঘরে বসে বসে
সুদীর্ঘ তাপহীন রোদ্রৌযাপন
Comments
Post a Comment