দেহহীন
লোপিতাকে বললাম, তোমার দেহটা একঘেয়ে হয়ে গেছে।
এতদিন দাও দাও করে আমাকে যে কতটা
ঠকালে তা ভেবে দেখলে না।
আজকাল তোমার মনে হয়, ঝুলন্ত স্তনগুলি খুবই আকর্ষণীয়
অবিবাহিত পুরুষের কাছে। যে তোমাকে
দীর্ঘকাল ভোগ করে গেছে
তার কাছে একে গুরুত্ব দেওয়াটা
ইচ্ছার বশ।
দেয়া নেয়ার সম্পর্কটা আজ আর অতটা
প্রয়োজনীয় নয়।
যৌন মিলনের সময় আজ তাই বড় ফাঁকা
ফাঁকা লাগে।
এত ঘর্ষণ তবু উত্তাপ ওঠে না
এতটুকু
এর জন্য বড় লজ্জিত হয়ে পড়ি মরমে
মরমে
তোমার ভরাট শরীর আজ হিমবাহের
চুড়োর মতন শান্ত শীতল।
তোমার ভারী স্তনবৃন্ত দুটি দেখে, মনে হয় আমাদের সন্তানেরা
পৃথিবীতে এসে কামনার স্বাদ
পেয়েছিল প্রথম জীবনে
আমি ক্লান্ত হয়ে যাই, এ জগতে দাতা আর গ্রহীতার বাইরে
আর কিছু খুঁজে যেন পাই। অন্য কোনো
পথ যদি ছিল
এই দেহানুভূতি ছাড়া, এমন নির্জন ক্লান্তি করতো না তাড়া।
লোপিতা, কি দিয়েছিলে তুমি হৃদয়ের কানা গুলি পূর্ণ করে
দিতে যে পারে, দেওয়ার ক্ষমতা আছে যার সেই পারে
তার মুখে মানিয়ে যায় এই কথা, - তুমি আর ভালোবাসোনা আমায়?
যাকে মাথা তুলে দাঁড়াবার
অনুমতিটুকু দাওনি কখনো
ভাসতে চেয়েছে যে তাকে বেঁধেছ
বাহুডোরে, তার কাছে
আজ তোমার কি মূল্য আছে?
অনেক যুবক আছে, মধ্যবয়স্ক তোমার শরীর কামনা করে
সেই একই শরীরে ঘৃণাভরে ডুবে থাকি
আমি, প্রাচীন প্রেমের বন্ধনে।
মন থেকে মুছে দিয়ে বিস্মৃত প্রাণ, অন্তরের আত্মধ্বনি বাজে
পরতে পরতে খুলে যায় দেহের খোলস, লালসা বেরিয়ে যায়
শিথিল যৌনাঙ্গগুলি দিয়ে, জীবনের বিমূর্ত আহবান
আজ দিন চলে গেলে, কাল কি রয়ে যাবে?
ইতিহাসে কি লেখা রবে এই ব্যর্থতার
আখ্যান।
এই দেয়াল ভেঙে বেরুনোর অদম্য
ভালোবাসা নিয়ে
লোপিতা হৃদয়ে হৃদয় ঘষে একবার এস
সঙ্গম করি
শরীরের আনন্দ চাইনা, শক্ত হতে চাইনা কামনায়
নরম হয়ে বুকের গভীরে একটিবার কি
ঢোকা যাবে?
সংসার উচ্ছন্নে যাক, যাক সব চাওয়া পাওয়া
দাও দাও বেগ, মনে মন ঘষে তোমার ভেতরে ঢুকে পড়ি
একটিবার, দেহহীন প্রেমে,
যেখানে পৌঁছতে চেয়ে
হয়নি পৌঁছে যাওয়া - সবকিছু পেয়ে
Comments
Post a Comment