অগ্নিপরীক্ষা
নারী ছিল এক
কোমল বরফ ঢাকা মসৃণতা
হিমালয়ের চূড়ার মতন নির্জন
পিছল বুকের উপর বুক পেতে
পিছলে যাওয়া যেত
জাহান্নম অবধি
নারীর বুকের তিলেতিলে তিল
চুম্বন করে
দেহের অতলে ফেলে
অসঙ্গত জীবনযাপনের
খাদের ভেতর ঝুকে পড়া
দুরন্ত গতিতে শরীরের তলায় চাপা
ফেলে
গনগনে উনুনের জ্বলন্ত অগ্নিশিখায়
বরফের মতো দ্রুত গলে যায়
হৃদয়
অগ্নিপরীক্ষার জন্য
ওর সাথে আমাকে
নির্বাচিত করো
Comments
Post a Comment